About ATOMY Global এটমী সম্পর্কে ধারনা
এটমী গ্লোবাল একটি দক্ষিণ কোরিয়ান ডিরেক্ট সেলিং কোম্পানি। এটমী গ্লোবাল কোরিয়া কার্যক্রম শুরু করে ২০০৯ সালে। এটমী গ্লোবাল মূলত মার্কেটিং ও ডিস্টিবিউশন হাব হিসেবে কাজ করে যার পণ্য দুটি কোম্পানির সহযোগিতায় প্রস্তুত করা কেয়ারী (KAERI) ও কোলমার (KOLMAR)। এই দুটি কোম্পানি একত্রে ইনস্টিটিউশনাল ভেঞ্চার সান বায়ো টেক (Sun Bio Tech) ২০০৬ সালে যাত্রা করে যা এডুকেশন, সায়েন্স এন্ড টেকনোলজি মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত হয়।
KAERI : Korean Atomic Energy Research Institute (KAERI) তাদের নিউক্লিয়ার ফিউশন (Nuclear Fusion) ও রেডিয়েশন ফিউশন (Radiation Fusion) টেকনোলজি চালু করে। KAERI সান বায়ো টেক এর রিসার্চ ও ডেভেলপমেন্ট এর দায়িত্ব পালন করে। 1959 সালের ৩ ফেব্রুয়ারী কোরিয়ান সাইন্স এন্ড টেকনোলজি রিসার্চ ইনস্টিটিউট KAERI গঠিত হয়। বিগত ৫০ বছর ধরে KAERI হলো কোরিয়ান জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধি ও নিউক্লিয়ার এনার্জির অন্যতম ধারক–বাহক।
Korea Kolmar Co., Ltd একটি OEM (original equipment manufacturer) এবং ODM (original design manufacturer) ভিত্তিতে যে প্রতিষ্ঠানটি সারাবিশ্বে কসমেটিকস ও ফার্মাসিউটিক্যাল পণ্য সরবরাহ করে বিভিন্ন কোম্পানীর কাছে। ১৯৯০ সালে কোলমার কোরিয়া প্রতিষ্ঠিত হয়।
এটমীর প্রডাক্টঃ কসমেটিকস এন্ড পার্সোনাল কেয়ার, তৈরী পোষাক, ফুড এন্ড বেভারেজ, হোম ডেকর, কিচেন এপ্লাইয়েন্স, ওয়েলনেস প্রডাক্ট।

মাইলস্টোনঃ
· ২০০৯ সালে দক্ষিণ কোরিয়ায় প্রতিষ্ঠিত হয় এটমী, বাইনারী এমএলএম সংযুক্ত হয়
· ২০১০ সালে এটমী যুক্তরাষ্ট্রে ব্যবসারম্ভ করে, ২০১৩ সালে ওয়াশিংটন ও নিউ জাসির্তে ডিস্ট্রিবিউশন সেন্টার চালু করে
· যুক্তরাষ্ট্রের পর জাপান, কানাডা, তাইওয়ান, সিঙ্গাপুর, কম্বোডিয়া, ফিলিপিনস, মালয়েশিয়া, মেক্সিকো, থাইল্যান্ড এ যাত্রা শুরু করে।
· ২০১৮ সালে অট্রেলিয়া, ভিয়েতনাম, ইন্দোনেশিয়ায় কার্যক্রম শুরু করে
· ২০১৯ ভারত, চীন ও যুক্তরাজ্যে কার্যক্রম শুরুর পরিকল্পনা রয়েছে। একই সাথে বাংলাদেশের এর কার্যক্রম আরম্ভ হওয়ার পরিকল্পনা রয়েছে।
২০১৭ সালে ৫০ মিলিয়ন ডলারে এক্সপোর্ট এওয়ার্ড অর্জন করে। একই সালে সারাবিশ্বে ১ বিলিয়ন ইউএস ডলার গ্লোবাল সেলস এ পৌঁছায়। ২০১৮ সালে ১.১৫ বিলিয়ন ইউএস ডলার সেল নিয়ে ডিরেক্ট সেলিং র্যাঙ্কিং এ ২০তম অবস্থান নেয়। 2019 $100M Export Tower Award First in direct selling industry to receive the $100M Export Tower Award ২০২০ সালে ১.৭৩ বিলিয়ন ইউএস ডলারে পৌঁছায় সেলস রেভিনিউ।
সূত্রঃ Atomy Global