Privacy Policy

Best Mart Bangladesh

কারা পণ্য বিক্রি করতে পারবেন?

সেলার বা ভেন্ডরগণ নিজ নিজ পণ্য বিক্রয় করতে পারবেন। যেসব পণ্য প্রস্তুত করেন অথবা প্রস্তুতকারী থেকে সংগ্রহ করে বাজারজাত করেন। বিক্রেতা মধ্যস্থকারবারী হলে অবশ্যই প্রয়োজনীয় কাগজ-পত্রাদি সংগ্রহে রাখবেন। বিক্রেতা আমদানীকারক হলে অবশ্যই প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দিবেন।

কি ধরনের পণ্য বিক্রি করতে পারবেন?

ন্যাচারাল বা প্রাকৃতিক, অর্গানিক, ফুড সাপ্লিমেন্ট, হারবাল, আয়ুর্বেদিক, পুষ্টিকর খাদ্য সামগ্রী।

পণ্যের প্রয়োজনীয় সার্টিফিকেট ও অন্যান্য ডকুমেন্ট বা কাগজ-পত্রাদি

প্রতিটি পণ্যের জন্য বিভিন্ন সংস্থা ও সরকার কর্তৃক প্রনীত বিধিমালা অনুযায়ী লাইসেন্স/সার্টিফিকেট বা কাগজ-পত্র (প্রযোজ্য ক্ষেত্রে) সংগ্রহ করার দায়িত্ব সেলার/ভেন্ডরের। যেমন- বিএসটিআই, ড্রাগ লাইসেন্স, বিসিএসআইআর ইত্যাদি। প্রয়োজনী কাগজ-পত্রাদি বা অনুমতিপত্র ব্যতীত কেহ পণ্য বিক্রয় করতে পারবে না যদি তথ্য গোপন করে কেহ করতে সক্ষম হয় সেক্ষেত্রে সকল দ্বায়-দায়িত্ব তার উপর বর্তাবে।

পণ্যের গুণগত মান সংরক্ষণ বিষয়ক বিষয়গুলো

প্রতিটি পণ্যের জন্য বিভিন্ন সংস্থা ও সরকার কর্তৃক প্রনীত বিধিমালা অনুযায়ী লাইসেন্স/সার্টিফিকেট বা কাগজ-পত্র (প্রযোজ্য ক্ষেত্রে) সংগ্রহ করার দায়িত্ব সেলার/ভেন্ডরের। যেমন- বিএসটিআই, ড্রাগ লাইসেন্স, বিসিএসআইআর ইত্যাদি। প্রয়োজনী কাগজ-পত্রাদি বা অনুমতিপত্র ব্যতীত কেহ পণ্য বিক্রয় করতে পারবে না যদি তথ্য গোপন করে কেহ করতে সক্ষম হয় সেক্ষেত্রে সকল দ্বায়-দায়িত্ব তার উপর বর্তাবে। ক্রেতা চাহিবামাত্রই পণ্যের যাবতীয় কাগজ-পত্রাদি প্রদর্শন করিতে হইবে।

পণ্যের মূল্য বিষয়ক বিষয়গুলো

প্রতিটি পণ্যের মূল্য নির্ধারনের দায়িত্ব থাকে প্রস্তুতকারী প্রতিষ্ঠান বা আমদানীকারকের, ক্ষেত্রবিশেষে ডিলার বা স্থানীয় এজেন্টগণ মূল্য নির্ধারন করতে পারেন। মূল্য নির্ধারন ও প্রকাশের বিষয়টির দায়িত্ব সম্পূর্ণ ভেন্ডর বা সেলারের। মূল্য সংক্রান্ত সকল দ্বায়-দায়িত্ব ভেন্ডর বা সেলারদের উপর বর্তাবে। উৎপাদনকারী বা আমদানিকারক প্রতিষ্ঠানের অনুমতি ব্যতীত কোন পণ্যের মূল্য কোন ডিলার/এজেন্ট/পরিবেশক/স্টকিষ্ট পরিবর্তন বা পরির্বধন করতে পারবেনা।

পণ্য ডেলিভারী সংক্রান্ত

পণ্য ডেলিভারী করার দায়িত্ব সেলার বা ভেন্ডরের। যদি কোন ক্ষেত্রে সেলার বা ভেন্ডররা অপারগ হয় সেক্ষেত্রে “ন্যাচারাল এন্ড অর্গানিকস” কর্তৃপক্ষ পণ্যটি/পণ্যগুলো ডেলিভারীর ব্যবস্থা করবেন । এক্ষেত্রে ভেন্ডর বা সেলার পণ্যটি নির্দিষ্ট সময়ের মধ্যে অফিসে পৌঁছে দিবেন। ভেন্ডর বা সেলার যতদ্রুত পণ্য অফিসে পৌঁছুবেন ততদ্রুত ডেলিভারী সম্পন্ন হবে। ৩৬ ঘন্টার মধ্যে পৌঁছাতে হবে।

যদি কোন ভেন্ডর বা সেলার নিজে পণ্য পৌঁছুতে চায় সেক্ষেত্রে অবশ্যই কর্তৃপক্ষের অনুমতি নিয়ে তা করতে হবে।

পণ্য ফেরত সংক্রান্ত নিয়মাবলী

ক্রেতা যৌক্তিক কারনে পণ্য ফেরত প্রদান করলে ভেন্ডর বা সেলার তা গ্রহণ (ফেরত) করতে বাধ্য থাকিবেন।

(অসম্পূর্ণ )