Hello Dear Networker
আমার প্রিয় ডিরেক্ট সেলারদের উদ্দেশ্যে বলছি- এই এমএলএম নিয়ে নামার উদ্দেশ্য হলো এতদিন যা লিখেছি তা বাস্তবে প্রতিফলন দেখার জন্য। কোন কোম্পানীর টপ এচিভার হওয়ার জন্য নয়। ইতিবাচক পরিবর্তন ঘটাতে হবে নিজেদের ধ্যান-ধারনায়, আচরনে। নিজেকে অন্যদের চেয়ে সেরা প্রমাণের জন্য যদি অন্যদের সহযোগিতা নিতে হয় সে সেরা মূল্যহীন। নেটওয়ার্ক মার্কেটিং আমার জন্য জরুরী নয়, তবে নেটওয়ার্কে মার্কেটিং এ নিজেকে জরুরত প্রমানের জন্যই কাজে নামতে হবে। যারা টাকা দিয়ে লিডারশীপ মূল্যায়ন করে তারা দুইশ হাত দূরে থাকবেন, পৃথিবীর সকল মানুষ টাকায় মূল্যায়ন হয় না। প্লাটফর্ম একই হলেও স্বপ্ন সবার এক নয়, কেউ পেয়ে সন্তুষ্ট কেউ দিয়ে। নেটওয়ার্ক মার্কেটিং এর সেই মহত্ব নেই বলেই আজ মানুষের কাছে তা মূল্যহীন।
মানুষের চাহিদার শেষ নেই, যার কিছু নেই সেই সবচেয়ে বেশি শান্তিতে আর যার যতবেশি আছে সে তারও বেশি চায়। নেটওয়ার্ক মার্কেটিং বা এমএলএম এমন একটা প্লাটফর্ম যেখানে অর্থের চেয়ে প্রশান্তি বেশি যদি সঠিকভাবে এগোনো যায়। অন্যরা কি করছে সে দিকে না তাকিয়ে নিজের সেরা সময়টুকু এই নেটওয়ার্কিং জগতে উপভোগ করতে পারেন। কাউকে স্বপ্ন দেখাবেন না বরং কিভাবে সফলতার পথে হাঁটতে হয় তা দেখিয়ে দিন। আসুন সৎ ও সাহসী একটি প্রজন্ম গড়ে তুলি।